ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ কোটির সিনেমার জন্য সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকলিন!

ভারতে এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্দেজের প্রেম কাহিনী। এ নিয়ে একেকদিন আসছে একেক রকম খবর। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। চন্দ্রশেখর শুধু দামি উপহারই জ্যাকলিনকে দেননি, সঙ্গে নায়িকার মন পেতে বড় বাজেটের ছবিতে কাজের প্রলোভনও দেখিয়েছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।

জ্যাকলিন ইডিকে দেওয়া তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সে সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেন। তারপর ২০২১ সালের অগস্ট মাসে সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকলিন আর সম্পর্ক রাখেননি।

অভিনেত্রী জানিয়েছেন, সুকেশ তাকে ধার দিয়েছিলেন দেড় লাখ রুপি। এছাড়া বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হিরের আংটি, নানা রকম দামি পাথর ও হিরে বসানো কানের দুল ২টি ও দুটি পাথরে সজ্জিত হার্মস ব্রেসলেট উপহার দিয়েছিলেন সুকেশ।

সর্বশেষ - বিনোদন

জনপ্রিয় - বিনোদন