মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামে দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। মঙ্গলবার ২১ ডিসেম্বর রাতে তিনি ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ আমিনুল ইসলাম, ইউডিসি মোঃ সায়েম খানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন ।
কম্বল বিতরণকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, উপজেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সেজন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।