ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

মতলব দক্ষিণে ১৪ কেজি গাঁজাসহ ২ জন আটক।

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত-এর নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্স এসআই হাবিবুর রহমান ও মোঃ ছগির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাভাঙ্গা ঈদগাঁ বাজারে মানিকের দোকানে সামনে অভিযান চালিয়ে মোঃ আবু সাঈদ সাগর (২৭)-এর কাছ থেকে ৮ কেজি ও মোঃ খোরশেদ আলম খান (৩৫) কাছ থেকে ৬ কেজিসহ মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া জানান, মাদক ব্যবসায়ী খোরশেদের বিরুদ্ধে ৭টি মামলা ও সাগরের বিরুদ্ধে থানায় আরো ২টি মামলা রয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। পরে আটককৃতদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ