ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাকিলা জয়রাম সেবক সংঘের প্রতিবাদী প্রদীপ প্রজ্জ্বলন

হাজীগঞ্জের বাকিলা জয়রাম সেবক সংঘের উদ্যোগে প্রতিবাদী প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। শ্রীরাম চন্দ্র দেবের সমাধি মন্দিরে বর্বরোচিত হামলা ও সারাদেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

বাকিলা চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৫২তম বার্ষিক স্মরণোৎসব অনুষ্ঠানের ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে অংশ নেন বাকিলা জয়রাম সেবক সংঘের সভাপতি প্লাবন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক সুব্রত দাস শুভ, শ্রীশ্রী রামচন্দ্র স্মরণী সমিতির সহ-সভাপতি পরিমল দাস, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু বিকাশ রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাস, দপ্তর সম্পাদক শুখরঞ্জন দে, সদস্য সঞ্জয় পাল, জয়রাম সেবক সংঘের সহ-সভাপতি মনোজ কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রানা পাল, তন্ময় মজুমদার, দপ্তর সঞ্জীব দাস, শান্ত বর্ধন, তন্ময় চক্রবর্তী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়পাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক অমিত দাস, উপ দপ্তর অনিশেষ দাশ, সদস্য হৃদয় রায় চৌধুরী, অনিক, অহনা পাল, রাই দাস, শিপ্রা বর্ধন, নদী ধরসহ কয়েকশ’ ভক্তবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামচন্দ্র স্মরণী সমিতির উপদেষ্টা ভবতোষ রায় চৌধুরী, বিজয় ধর, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সুবল দাস প্রমুখ।

সর্বশেষ - হাজীগঞ্জ

জনপ্রিয় - হাজীগঞ্জ