স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন গ্রাম থেকে মোঃ শাহীদ প্রধান নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে। ১৮ ডিসেম্বর গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই গোলাম মোস্তফার নির্দেশে তাকে হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।