ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব পৌরসভার হিসাবরক্ষক হারুন পাটওয়ারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের মতলব পৌরসভার হিসাবরক্ষক মোঃ হারুন পাটওয়ারী (৫৮) আর বেঁচে নেই। তিনি ১৪ ডিসেম্বর ঢাকা পিজি হাসপাতালে লিভার ও ডায়াবেটিস রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ওইদিনই নিজ গ্রামে রাত ৯টায় আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশেই দাফন করা হয়। তার নিজ বাড়ি চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকায়। এদিকে হিসাব রক্ষক হারুন পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনসহ কাউন্সিলরবৃন্দ ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ