ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নামাজ শেষে ফেরার পথে সড়কেই প্রাণ গেলো বৃদ্ধের

চাঁদপুরের ফরিদগঞ্জে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কা এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুল কাদির বেপারী (৭৮) ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেক বেপারীর বড় ছেলে।
১৩ ডিসেম্বর সন্ধায় ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল কাদের বেপারী সন্ধায় মসজিদ থেকে মাগরিব নামাজ পড়ে বাহির হয়ে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছিল। প্রতি মধ্যে বিপরীত দিক থেকে আশা ট্রলি আব্দুল কাদেরকে স্ব-জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ