ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বিভিন্ন সরকারি দপ্তর, রাষ্ট্রয়াত্ব সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটসের সদস্যবৃন্দ, পিকেএসএফের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের পেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার তানভির হাসান, সিসিডিএ এনজিওর শাখা ব্যবস্থাপক নেপাল দেবনাথসহ অন্যান্যরা।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ