স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, ১৬ ডিসেম্বর সকালে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, মতলব নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, বিএনসিসি, পুলিশ, আনসার, ভিডিপি ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উদ্যাপন কমিটির আহ্বায়ক ফাহমিদা হক।