স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ জহির সরকার। গত ২৯ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সকল সদস্যের উপস্থিতিতে প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জহির সরকার অত্র বিদ্যালয়ের সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।