ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পরপর দু’দিন করোনাশূন্য চাঁদপুর

স্টাফ রিপোর্টার : ২৯ নভেম্বর এবং গতকাল ৩০ নভেম্বর পরপর এই দু’দিন চাঁদপুরে কোনো করোনা শনাক্ত হয়নি। এই দু’দিনে ২৩৫টি করোনার নমুনা পরীক্ষা করে সবগুলোরই নেগেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২৯ নভেম্বর ছিলো ১০৫টি নমুনা। আর গতকাল ছিলো ১৩০টি নমুনা। এই দু’দিন চাঁদপুরে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় এ পর্যন্ত দেড়বছরেরও অধিককাল পর্যন্ত চাঁদপুরে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের অবস্থায়ই রয়েছে। তা হচ্ছে ১৫ হাজার ৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ২শ’ ৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭শ’ ৬৫ জন। চিকিৎসাধীন আছেন ৪০ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ - স্বাস্থ্য

জনপ্রিয় - স্বাস্থ্য