মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নে ২৮ নভেম্বর সকাল থেকে শান্তিপূর্ণ ভোট প্রদানের পরিবেশ লক্ষ করা গেছে। উপজেলার উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এবং নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতঃফুর্তভাবে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করছে বলে বিভিন্ন বয়সের ভোটারগণ তাদের অনুভূতি জানিয়েছেন।
বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা হাসিখুশি মনে ভেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। দুপুর সাড়ে বারোটায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর কেন্দ্রের ৭৫ বছর বয়সী ভোটার মো. আব্দুল বাছেদ বেপারি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেক বছর পর নিশ্চিন্তে ভোট দিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। ভোটের এই পরিবেশ তিনি সব সময় কামনা করেন।