ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সলিম উল্যা সেলিমের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর কার্যালয়ে এসে তার সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল,যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুজ্জামান,মুনির চৌধুরী,অ্যাডঃ হারুনুর রশিদ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,সাধারন সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাবন্দি করা হয়। ‌দীর্ঘদিন কারাগারে থাকা কালীন তিনি নানা জটিল রোগে আক্রান্ত হন। তার সুচিকিৎসার জন্য দল এবং পরিবারের পক্ষ থেকে সরকারকে বারবার অনুরোধ করার পরেও সরকারে নিয়ে সম্পূর্ণরূপে নির্বিকার ভূমিকা পালন করেন। ২০২০ সালের মার্চে তিনি করোণায় আক্রান্ত হন। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসক প্যানেল তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিয়ে যেতে বলেন, কিন্তু বিদেশ যেতে অনুমতি না দেওয়ায় খালেদা জিয়ার শারীরিক দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা জন্য দ্রুত বিদেশ পাঠানোর অনুমতি পেতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করছি সরকার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিয়ে তার মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সর্বশেষ - রাজনীতি

জনপ্রিয় - রাজনীতি