বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নির্বাচিত হওয়ায়
মতলব দক্ষিণে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, চাঁদপুরের মতলবের কৃতী সন্তান, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য নির্বাচিত হওয়ায় মতলব দক্ষিণে আনন্দ মিছিল বের করা হয়। গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মতলব রিক্সা স্ট্র্যান্ড থেকে মিছিলটি বের হয়ে মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজি, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচি, সাবেক কাউন্সিলর অহিদুজ্জামন মৃধা, মামুনুর রশিদ মৃধা, ছাত্রলীগ নেতা মামুন হোসেন আকাশ, পৌরছাত্রলীগের সভাপতি কাইয়ুম ফরাজি, সাধারন সম্পাদক শরীফ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা মাইনুদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।