ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাছে নির্বাচনী পোস্টার ঝোলাতে গিয়ে কিশোরের মৃত্যু

নাটোরের লালপুরে নির্বাচনী প্রচারণার পোস্টার ঝোলাতে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত শাকিল হোসেন (১৭) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। বুধবার (১৭ নভেম্বর ) বিকেলে টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সামান্য কিছু টাকার বিনিময়ে মেম্বার প্রার্থী ওসমান গণি অনেক কিশোরকে দিয়ে এ সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন। পরবর্তীতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর যেন কারও সঙ্গে না ঘটে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খবরটি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ