ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব উত্তরে আ.লীগ প্রার্থীসহ ২ চেয়ারম্যান প্রার্থী বৈধতা পেল

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার রেজাউল করীমের পক্ষে চাঁদপুর বারের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব, মতলব উত্তর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, ঢাকা হাইকোর্টের ব্যারিস্টার সাখাওয়াত চৌধুরী, এজিপি এডভোকেট রেবেকা সুলতানা লিপি, এপিপি এডভোকেট জসিম উদ্দিন’সহ আরো অনেক বিজ্ঞ আইনজীবী, চাঁদপুর নির্বাচন কমিশনের সকল প্রশাসনের উপস্থতিতে শুনানি শুরু হয়।

সোমবার বিকাল সাড়ে তিনটায় আধা ঘন্টার শুনানি শেষে সরকারি সকল নির্বাচনী বিধিমালা পর্যালোচনা করে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের নৌকার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন চাঁদপুর নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized