গভীর রাতে ওমানপ্রবাসী জাকির হোসেন বাবুলের আমবাগান আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) গভীর রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাগানের সব গাছ পুড়ে ছাই হয়ে যায়। এতে সাত লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক জাকির হোসেন।
কৃষক জাকির বলেন, কয়েক বছর ধরে আমি ৭২ শতাংশ জমিতে মিশ্র ফলের বাগান করে আসছি। রাজশাহী থেকে আনা বিভিন্ন জাতের আমগাছ ও জলপাইসহ ২৫০টি ফলদ গাছ রয়েছে। শত্রুতা করে কে বা কারা আগুন দিয়েছে বাগানে। এতে ২৫০টি ফলের গাছ পুড়ে যায়। এ ঘটনায় কচুয়া থানায় মামলা করব।
এ ঘটনার পর কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তারা বলেন, জাকির হোসেন বাবুলের আমবাগান পরিদর্শন করেছি। তার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি পুনরায় ফলের বাগান করতে চাইলে কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।