স্টাফ রিপোর্টার : সকল জাতি ধর্ম মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়বো। মানবিক মানুষ হতে হবে আমাদের। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সকলকে কাজ করতে হবে। সকল ধর্মেই সম্প্রীতির কথা বলা আছে। ৮ নভেম্বর সোমবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমেদ, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদুল আলম সিরাজী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।