ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলবে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী

মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির এক শিক্ষার্থী।

জানা যায়, গত ৫ নভেম্বর শুক্ররাতে দিঘলদী গ্রামের আলী আর্শ্বাদের মেয়ে বোয়ালীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী (১৪)কে গোপনে পরিবারের লোকজন কচুয়া উপজেলার জনৈক ব্যক্তির সাথে বিয়ের আয়োজন করে। স্থানীয় কাউন্সিলর বাল্য বিয়ের বিষয়টি অবগত হয়ে ঐ বাড়ীতে যান।

এ সময় বয়স নির্ধারণের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়, ঐ শিক্ষার্থীর বয়স ১৪ বছর হয়েছে। পরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে বিয়ে বন্ধ করে দেন।

কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, বাল্যবিয়ের আইনত দন্ডনীয় অপরাধ। এ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ