স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশে উপস্থিতি এবং মানসম্মত পাঠদান কার্যক্রম নিশ্চিতকরণ বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সচিব ও নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী। সভাটি পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সমাবেশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, গভর্নিং বডি ও প্রশাসনের সমন্বয়ে অভিভাবক আলোচনা করেন।