মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ মিলারচর গ্রামের সর্দার বাড়িতে ১ম উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫অেক্টোবর সোমবার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। তথ্যসেবা অফিসার তাসলিমা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার, ইউপি সচিব , স্থানীয় নেতৃবৃন্দ, তথ্যসেবা সহকারী ও প্রশিক্ষণার্থী মহিলাগন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,উঠান বৈঠক সম্পর্কে মানুষের ধারণায় আরও ব্যাপকতা এসেছে। রূপ পাল্টে সেই উঠান বৈঠক এখন আরও জনপ্রিয় হয়ে উঠছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ সরাসরি তৃণমূলের কাছে তুলে ধরতে এই উঠান বৈঠক একটি শক্তিশালী মাধ্যম। সরকারের কাজগুলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে উঠান বৈঠকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আরও ব্যাপকভাবে উঠান বৈঠকের মাধ্যমে সাধারন মানুষকে সরকারের কার্যক্রম সম্পিক্ত করতে হবে।
তিনি বলেন উঠান বৈঠক মাধ্যমে জনগণের সঙ্গে হৃদয়তা বাড়ানো, জবাবদিহির সুযোগ তৈরি করে দেওয়া; সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা সরাসরি বলার জন্য এর চেয়ে ভালো কোনো মাধ্যম নেই।