ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর এলেন কোলকাতার নায়ক বনি সেনগুপ্ত

কোলকাতার চলচ্চিত্রের কৌশানী মুখোপাধ্যায় কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। শুটিং করেছেন ইলিশের বন্দর খ্যাত চাঁদপুরে। দুর্গাপূজার আগে কলকাতায় ফিরে গেছেন তিনি। এবার এলেন তার প্রেমিক কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। ১৭ অক্টোবর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি।

বাংলাদেশের ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন বনি। এজন্যে তার বাংলাদেশ সফর। এরই মধ্যে ঢাকা ছেড়ে চাঁদপুরে এসেছেন এই অভিনেতা। সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং চলবে বলে জানা যায়।

বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘বনি দুপুরে ঢাকায় পৌঁছান। কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল থেকে ‘মানব দানব’ সিনেমার শুটিং শুরু হবে। বনি ছাড়াও সিনেমাটির শুটিং করতে ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কলসহ অনেকে।’

এর আগে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ছুটি’ ও ‘ধাঁধা’ সিনেমার শুটিং করেছেন বনি। সিনেমা দুটিতে তার নায়িকা কলকাতার কৌশানী মুখোপাধ্যায়। এ সিনেমাগুলো প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

কৌশানী মুখোপাধ্যায় গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় আসেন। ওইদিনই চলে যান ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি।

সর্বশেষ - বিনোদন

জনপ্রিয় - বিনোদন