চাঁদপুরের শাহরাস্তিতে ৪০ দিন জামাতের সহিত নামাজ আদায়ের জন্য ৪৮ শিশু ও কিশোরকে পুরষ্কৃত করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫ টায় পৌরসভার সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদে তাদের হাতে পুরষ্কার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
জানা যায়, কিশোর ও তরুনদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে শাহরাস্তি পৌরসভার সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন লাভলু পাটোয়ারীর উদ্যোগে এলাকায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের জন্য পুরষ্কার ঘোষণা করা হয়।
এতে ওই গ্রামের মোঃ নাফিজ, মোঃ সাজিদ, মোঃ মানিক হোসেন, মোঃ জাহিদ হোসেন ১ম স্থান অধিকার করে। এছাড়া মোঃ হৃদয়, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহেদ ২য় স্থান অধিকার করে ।
বিজয়ীদের মধ্যে ১ম স্থান অধিকারী ৪ জনকে বাই সাইকেল, ২য় স্থান অধিকারীদের স্কুল ব্যাগ, জায়নামাজ ও সান্ত্বনা পুরষ্কার প্রাপ্তদের মগ তুলে দেয়া হয়। এছাড়া সকল বিজয়ীকে পাঞ্জাবি, পাজামা ও টুপি উপহার দেয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন লাভলু পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন আলম।
বিশেষ অতিথি চন্ডিপুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিজানুর রহমান, কাজিরকাপ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ রুহুল আমিন, সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদের মোতাওয়াল্লি মোঃ শাহ জাহান,খতিব মাওঃ ইমাম হোসাইন, প্রাক্তন খতিব মাওঃ মোঃ জাকির হোসাইন, হাফেজ মাওঃ রবিউল আলম, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাওঃ মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ ইলিয়াস।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ এমরান হোসাইন, সদস্য মোঃ আবু তাহের মজুমদার, মোঃ আবুল হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।