ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উপর জীবন ভিত্তিক কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ মার্চ অনুষ্ঠিত হয়। মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যলয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান। বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু বক্কর ছিদ্দিক। এ সময় বক্তব্য দেন শিক্ষক মোয়াজ্জেম হোসেন মজুমদার, মোঃ ইমরান হোসেন খানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ