ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ তালুকদার (৬৮) বাধ্যর্কজনিত কারণে ৬ মার্চ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এরআগে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বিভূতি ভূষণ সরকার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী প্রমুখ। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ