ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ার রহিমানগরে ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর ডায়াবেটিক সমিতির পরিচালিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে রহিমানগর বাজারে অবস্থিত শাহজালাল শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাহপারানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক এমপি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন,একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ বদরুন্নাহার, ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। এছাড়াও বক্তব্য রাখেন- মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. জামিল রেজা চৌধুরী, সমিতির দাতা সদস্য মো. শাহজালাল, তৌহিদুল ইসলাম খোকা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ। এসময় রহিমানগর বাজার ব্যবসায়ী,সমিতির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া