ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে ৩ দিনব্যাপী ব্রতচারি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব সূর্যমুখী কচিকাঁচার মেলা কর্তৃক আয়োজিত ৩দিনব্যাপী ব্রতচারি প্রশিক্ষণ কর্মশালা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গত ৩ মার্চ ব্রতচারি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সদস্য নাছির আহমেদ সরকার, তরুন সদস্য ফারুক আহমেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ মোফাজ্জল হোসেন, প্রবীণ সদস্য মোঃ মোস্তফা কাদরি, গোলাম সরোয়ার সেলিমসহ মেলার সাথী ভাই ও বোনেরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইথার মুর্শিদী, জান্নাত আরা পুষ্প, ইরা আশ্রাফী, হোসেন শরীফ আহমেদ, কামরুল হাসান নিপু। প্রশিক্ষণে ৭৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। ৫ মার্চ বিকেল ৩টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। অনুষ্ঠানে মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ মোফাজ্জল হোসেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ