নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ , ১৭ মার্চ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৩ মার্চ বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিাসার আব্দুর রহিম খান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব বাজার কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিকসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় দিবসসমূহ যথযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।