স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ আব্দুর রাজ্জাক, মেটলাইফের ইউনিট ম্যানেজার সঞ্জয় রায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ থানার আহ্বায়ক মোঃ শামীম হোসেন মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সানফ্লালাওয়ার ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ মোঃ রুহুল আমিন মৃধা। এরপূর্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলায় কর্মরত সকল বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।