ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তি-হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত

চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক সড়ক দূর্ঘটনায় ২ সিএনজি অটোরিকশা চালকসহ ৬ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার প্যারাডাইস কফিশপ সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশার সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন  আহত  হয়। গুরুতর আহত দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, সিএনজি চালক কংগাইশেরl রুবেল (৩০) ও রহিমানগর সাতবাড়িয়া এলাকার রাজু (৩০)। ওইসময় জেলা অটো সিএনজি পরিবহন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তার যানজট অবমুক্ত করেন।
খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  সোমবার পৃথক আরো কয়েকটি সিএনজি দুর্ঘটনা ঘটে। সকালে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কাদলা এলাকায় সিএনজি সড়ক দুর্ঘটনায় মহিন উদ্দিন ও মেহেদী হাসান নামে দুইজন আহত হয়। তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
একই দিনে বিকালে ওই সড়কের পাতানিশ এলাকায় সিএনজি সড়ক দুর্ঘটনায় চালক মাহফুজ আলম ও শিশু নাজমুল নামের দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সর্বশেষ - শাহরাস্তিহাজীগঞ্জ

জনপ্রিয় - শাহরাস্তিহাজীগঞ্জ