স্টাফ রিপোর্টার : করোনার কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, পাঠদান কার্যক্রম স্বাস্থ্য বিধি মেনে চলছে। প্রত্যেক শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রথম দিনের পাঠদানে ষষ্ঠ শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান জানান, করোনার কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পর আজ পাঠদান শুরু হয়েছে। তবে কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম। স্ব স্ব প্রতিষ্ঠানে প্রধানগণকে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী সোহেল মিয়া, কবির হোসেন ও সালমা আক্তার জানান, আমাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছিলো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। আমরা আনন্দিত। শিক্ষক নূরুজ্জামান ও আলী আহম্মদ জানান, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও দুই-একদিনের মধ্যে ৯০% শিক্ষার্থী উপস্থিত নিশ্চিত হবে।