স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারম্যান রোটাঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাবেক পরিচালক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসনাত, সমিতির সহ-সভাপতি কবির হোসেন কালু, সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার সেলিম। পবিত্র কোরআন তেলায়াত করেন উপজেলা মসজিদের মোয়াজ্জেম মোজাম্মেল হক ও গীতা পাঠ করেন নিপেন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। যে সকল সমবায়ীরা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, সমিতির সদস্য মোঃ শওকত আলী, মোল্লা মোঃ জাকির হোসেন, নাজির আহমেদ, হোসনে আরাসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ।