উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সকল শিক্ষাবোর্ডের ফলাফল রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে। এতে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজ এ বছর ফলাফলে রেকর্ড সৃষ্টি করেছে। জেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠ থেকে এবছর শতকরা ৯৯.৫৭% পাশ করার পাশাপাশি এচঅ-৫ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী। যা চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অতিতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সর্বমোট ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত থাকায় বোর্ড থেকে এই ২ জনকেই অকৃতকার্য দেখানো হয়েছে। আর এই ২ জন অকৃতকার্য বাদে সকলেই কৃতকার্য হয়েছে।
কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সরকারি কলেজ থেকে এবছর সর্বোমোট ৪৬২জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৬০। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২২৩ জন। অকৃতকার্য হওয়া বাকি ২জন পরীক্ষায় অংশ নেননি। পাশের হার : ৯৯.৫৭%।
কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস এই বিষয়ে বলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। কারণ এবছর আমরা চাঁদপুর সরকারি কলেজের ইতিহাসের সবচেয়ে সেরা ফলাফল অর্জন করেছি। আমি এই সাফল্যের জন্য আমার প্রিয় শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই করোনাকালীন দুর্যোগের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ফলাফল আমরা পেয়েছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের চাঁদপুর সদর আসনের মাননীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহোদয়কে। তার সঠিক দিকনির্দেশনায় চাঁদপুর সরকারি কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমি চাঁদপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় এই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নানাভাবে সহযোগীতা করছেন। আগামী দিনেও চাঁদপুরের সর্বস্তরে জনগণের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। যাতে করে আমাদের এই কলেজকে আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সেরা এবং আদর্শিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ: চাঁদপুর সরকারি মহিলা কলেজ এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৭৩৬জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিকে ৩১১, ব্যবসায় শিক্ষায় ২৬৬জন ও বিজ্ঞানে ৭৩৬জন। কৃতকার্য হয়েছে মানবিকে ৩০৬জন, ব্যবসায় শিক্ষায় ২৫১জন, বিজ্ঞান বিভাগে ১৫৮জন। সর্বমোট কৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ৭১৫জন। পাশের ৯৭.১৫%।
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ: আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৮.৯৬: এবছরও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিতা অব্যহত রেখেছে চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। জেলা অন্যতম সুনামধন্য এই বিদ্যাপীঠ থেকে এবছর পাশের হার ৯৮.৯৬ %। পিছিয়ে নেই জিপিএ ফাইভ প্রাপ্তিতেও।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এবছর সর্বোমোট ৩৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮২ জন। অকৃতকার্য হয়েছে ৪জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১২৫ জন।
পুরাণ বাজার ডিগ্রি কলেজ: চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় সব বিভাগে অংশগ্রহন করে ৫৮৭জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮২জন। পাশের হার ৯৯.১৫%। জিপিএ ফাইভ পেয়েছে ৩৭জন। কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার কলেজের এই ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর পাসের হার ৯৬.৯৮% : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর এইচএসসি পরীক্ষায় ৪র্থ ব্যাচেও সাফল্যের ধারা অব্যাহত। এ বছর এইচএসসি পরীক্ষায় ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪১৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ পায় ৫৪ জন এবং পাসের হার ৯৬.৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫১ জন, মানবিক বিভাগের পাশের হার ৯৯শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩জন এবং ব্যবসায় শিক্ষা শাখার পাশের হার ৮৮ শতাংশ।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ: চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৯৭ .৩৫%। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। এ কলেজ থেকে এ বছর ৫৫৭ জন এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্য ৫ শত ৪২ পাস করেন।