স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণের মতলব বাজারে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গত ১২ ফেব্রুয়ারি বিকেলে তিনি মাস্ক বিতরণকালে বলেন, করোনা মোকাবেলায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেকটি মানুষকে করোনা টিকা নিতে হবে। দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ আছে। কোনো মানুষ যাতে টিকা থেকে বাদ না পড়ে সরকার সে হিসেবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করছেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক, এএসপি (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার জনগণের মাঝে ৩০ হাজার মাস্ক বিতরণ করেন।