চাঁদপুরের শাহরাস্তি উপজেলার স্থপতি ধর্মীয় সাধক হযরত পীর শাহরাস্তি উরপে রাস্তি শাহ বোগদাদির (রহঃ) বার্ষিক ওরশ মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাঁর মাজার সংলগ্ন শাহরাস্তি সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মাজার পরিচালনা কমিটির মোতওয়াল্লী সদস্য এ এইচ এম আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন মোতওয়াল্লী সদস্য আলহাজ্ব লেঃ কর্ণেল (অবঃ) বদরুল আলম মিয়া, সৈয়দ ইমাম হাসান সুমন। ওরশ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জিলান মিয়ার সভাপতিত্বে এতে বয়ান রাখেন মুফতী মোঃ ফজলুল কাদের বাগদাদী, মাজার মসজিদের খতিব মাওঃ মোতাহের হোসেন নক্সবন্দি। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ এনামুল হক কমল।
মাহফিলে মাজার সংলগ্ন হাফেজিয়া মাদরাসার ২ কৃতি হাফেজকে পাগড়ি পরিয়ে দেয়া হয়। আয়োজক সূত্রে জানা যায়, প্রতি বছর সারারাত ব্যপী ওরশ মাহফিল কার্যক্রম পরিচালনা হলেও করোনা কালীন স্বাস্থ্যবিধির কারণে এ বছর বিকেলে শুরু হয়ে রাত ১২ টার মধ্যে সংক্ষিপ্ত পরিসরে ওরশ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।