ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে গাঁজা ও ইয়াবাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১০ ফেব্রুয়ারি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাচিয়ারা গ্রাম থেকে দুইকেজি গাঁজাসহ আল-আমিন সরকার (৩২) নামে একজনকে আটক করেছে। অপরদিকে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দিখোলা গ্রাম থেকে ৪২ পিচ ইয়াবাসহ মোঃ লিয়াকত আলী (৪৯) কে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথকভাবে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই মোঃ কবির ও এএসআই মোঃ সগির ও তরুন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বাড়ি উপজেলার কাচিয়ারা ও নন্দীখোলা গ্রামে। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, মতলব দক্ষিণকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা যতবড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে ছাড় দেয়া হবে না।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ