স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল-এর ব্যাক্তিগত উদ্যোগে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন। গত ২৯ জানুয়ারি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণকালে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই এদেশের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে জনগণের জন্য কাজ করছেন। আমরা শীতার্ত মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে উপজেলার আধারা মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকেলে খাদেরগাঁও ইউনিয়নের অসহায়, শীতার্তদের মাঝেও অনুরূপ কম্বল বিতরণ করা হয়।