ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ২ নারী ও এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

২৪ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা রাতের আধাঁরে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত নারী হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির শাহআলম এর স্ত্রী বলে জানা যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এদিকে ২৪ ঘণ্টা পার না হতেই ট্রাক চাপায় মারা গেলেন আরেক নারী। মঙ্গলবার সন্ধ্যায় মোসাম্মৎ লাইলি বেগম (৪০) নামের এই নারী হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার টোলঘরের সামনে মারা যান। তিনি পৌরসভাধীন ১০নং রান্ধুনীমুড়া গ্রামের হাওলাদার বাড়ির আব্দুর রবের মেয়ে এবং উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের আবু বকরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী শামীম বলেন, পুরাতন টোলঘর রান্ধুনীমুড়া হাইস্কুলের সামনে রাস্তা পারাপারের সময় দক্ষিন দিক থেকে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে পড়ে যায়।

একইদিনে  হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মোজাম্মেল হোসেন (৩৮) নামীয় ব্যক্তির লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। তার গ্রামের বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়।

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের শ্রেণিকক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ - হাজীগঞ্জ

জনপ্রিয় - হাজীগঞ্জ