স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের প্রেক্ষিতে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আবুল কালাম পাটওয়ারী। উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হুসাইনকে দায়িত্ব প্রদান করলে তিনি ২৪ জানুয়ারি বেলা ১২টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্তে উভয় পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য শুনেন। তদন্তকারী কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হুসাইন জানান, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এনেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আবুল কালাম পাটওয়ারী অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম। সুষ্ঠু তদন্তের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, বিদ্যালয় চত্বরে সরেজমিনে ঘুরে এলাকাবাসী ও অভিভাবকদের সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকায় অনিয়ম, সংরক্ষিত মহিলা সদস্য পদে সদস্য না নেয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম রাজার দায়িত্বহীনতা বিভিন্ন অনিয়ম রয়েছে। এছাড়া ১৮ নভেম্বর নির্বাচন ও ২৩ নভেম্বর সভাপতি পদে নির্বাচন করেছেন কোনো প্রকার প্রচারনা ছাড়াই কাগজে-কলমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইটিং অফিসার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সম্পন্ন করেছেন বলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন। এদিকে এ বিদ্যালয়ের অনিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটিকে গঠনকে কেন্দ্র করে এলাকাবাসী, অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তদন্ত চলাকালীন সময়ে তদন্তকারী কর্মকর্তার সামনে বহিরাগত লোকজন হট্টগোল সৃষ্টি করে এবং তদন্ত কাজে বিঘ্ন ঘটায়। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি প্রার্থী মোঃ কবির হোসেনকে প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি জানান। অভিযোগকারী আবুল কালাম পাটওয়ারী বলেন, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের বিচার চাই। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন করে তফসলি ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।