স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে মাস্ক ব্যবহার না করায় মতলব-বাবুরহাট সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৩ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। এ সময় তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। সরকারের নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় তাদেরকে জরিমান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহনিীর সদস্য ও স্কাউটস্ সদস্যবৃন্দ সঙ্গে ছলিনে।