স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখোলা গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের নির্মিতব্য ঘরের কাজ পরিদর্শন করা হয়। ২২ জানুয়ারি ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। তিনি পরিদর্শনকালে কাজের গুণগত মানসহ সার্বিক বিষয়ে খোজ-খবর নেন। এ সময় সঙ্গে ছিলেন নায়েরগাঁও উত্তর পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লাসহ ইউপি সদস্যবৃন্দ এবং উপকার ভোগী পরিবার।