ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ইয়াবা-গাঁজাসহ আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে নেছার আহমেদ(৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

চলামান মাদক বিরোধী অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৪০৪ (চারশত চার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তাকে আজ দুপুর আড়াইটার দিকে থানার এসআই (নিঃ)/ মোঃ হাবিবুর রহমান, এএসআই (নিঃ)/মোঃ ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তুষপুর সাকিনস্থ তুষপুর বাজারের কাউছার পাটোয়ারীর দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-০৯, তাং- ২১/০১/২০২২ ইং, ধারা- ৩৬(১) এর ১০ (ক)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা হয়েছে।

মোঃ নেছার আহম্মদ তুষপুর গ্রামের আরব আলীর ছেলে।পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ