ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত দর্শকশূন্য মাঠেই হচ্ছে বিপিএল

ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে ধারণক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশা ছিল, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে পূর্ণ গ্যালারিভর্তি দর্শক নিয়েই আয়োজন করা হবে মাঠের খেলা।

কিন্তু বাঁধ সাধলো করোনাভাইরাসের নতুন ঢেউ। ওমিক্রনের প্রভাবে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সর্বোচ্চ মহল থেকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সকলরকম সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা এসেছে অনেক আগেই। তাই এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে এবারের বিপিএল।

বিপিএলের গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক নিশ্চিত করেছেন এ খবর। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ের মধ্যেই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এবং সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সবুজ সংকেত পেলে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ভাববে বিসিবি- এমনটাই জানিয়েছেন মল্লিক।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা