ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ৭ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মতলব আন্তর্জাতিক উদারাময় সাস্থ্য কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী মোট ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায়, ১০ জনের স্যাম্পল পরীক্ষার পর ৭ জনের রিপোর্টে করোনা সংক্রমণের তথ্য (পজিটিভ) নিশ্চিত হওয়া গেছে। গত ২০ জানুয়ারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাউসার হিমেল জানান, করোনা পরিস্থিতি আবারো অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের ফের এমন ঊর্ধ্বগতি কিছুদিন আগের বিভীষিকাময় পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ