ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ৩ বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে মতলব পৌর এলাকা ও নায়েরগাঁও বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতের আদলে ৩টি বেকারীতে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১৯ জানুয়ারি বুধবার সকাল ১১টায় পৌরসভাস্থ এলাকা ও নায়েরগাঁও বাজারে অভিযান পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

এদিন মতলব পৌর বাজার ও নায়েরগাঁও বাজারের বিভিন্ন স্থানে ৫টি বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। তন্মধ্যে ৩টি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অনুমোদন বিহীন ফুড কালার, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় উক্ত বেকারীগুলোতে অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে কোয়ালিটি ফুড প্রোডাক্টস মতলব বেকারীকে ২০ হাজার, বি-বাড়িয়া ফুড প্রোডাক্টস নায়েরগাঁও ২০ হাজার এবং মতলব বাইপাসে অবস্থিত সিয়াম বেকারি কে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা জনমরিমানা করা হয়।

এ সময় মোবাইল কোটের অভিযানে সহযোগিতা প্রদান করেন বিএসটিআই প্রতিনিধি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং সার্বিক সহযোগিতায় থানা পুলিশের সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, বেকারীতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় না থাকায় সবাইকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ