ঢাকা, মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

শিয়ালের জন্য কান্নায় ভেঙে পড়েন নারী

এক বছর আগে জনৈক ব্যক্তির কাছ থেকে দুটি শিয়াল শাবক কিনে লালনপালন শুরু করেন বেদে বধূ হাসিনা আক্তার। এর কয়েক দিন পর একটি শাবক মারা যায়। খুব কষ্ট পেলেও বাকিটিকে সন্তানস্নেহে বড় করে তোলেন। তার দুই শারীরিক প্রতিবন্ধী শিশুও শিয়ালটির বন্ধু হয়ে ওঠে। কিন্তু বন বিভাগের লোকজন শিয়ালটিকে নিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নারী ও শিশুরা।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে ঘটেছে এমন মানবিক ঘটনা। খাঁচায় বন্য প্রাণী লালনপালন করার বিসয়টি খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজন এসে শিয়ালটি নিয়ে যান।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ