ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়ী হয়ে ভোটের মাঠে নামাজ পড়লেন প্রার্থী

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইউপি সদস্য পদে জয়ী হয়ে ভোটকেন্দ্রের মাঠে নামাজ পড়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী ওহিদ উল্যাহ। বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নামাজ পড়ার ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওহিদ উল্যাহ কালিরহাট গ্রামের হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ আদায় করছেন।

হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ফয়েজ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওহিদ উল্যাহ ফুটবল প্রতীকে ৮৮৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে ৮৫১ ভোট পেয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ৩৮ ভোটে জয়ী হয়ে ওহিদ উল্যাহ বিদ্যালয়ের মাঠেই নামাজ আদায় করেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ