ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন মিম

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই জমকালো আয়োজনের বিয়ে। পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার।

মিম ও সনির বিয়ের ছবি এসেছে প্রকাশ্যে। মিম সেজেছেন লাল বেনারসি লেহেঙ্গায়, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

গত বছরের ১০ নভেম্বর বাগদান হয়েছিল মিম ও সনির। হুট করেই আংটি বদল করে সবাইকে চমকে দেন নায়িকা। এরপর ঢাকা পোস্টের কাছে মিম তার প্রেমের উপাখ্যান বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, ফেসবুকে মজার ছলে সনি পোদ্দারের সঙ্গে আলাপ শুরু হয় তার। এরপর সেটি প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসায় রূপ নেয়।

সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

এদিকে মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘পরাণ’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ‘দামাল’ মুক্তি পেতে পারে মার্চে। এছাড়া সম্পন্ন করেছেন ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার কাজ।

সর্বশেষ - বিনোদন

জনপ্রিয় - বিনোদন