স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুায়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে ফানুশ উড়িয়ে ও কেক কেটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মতলব আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রোমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবির হোসেন বাবু, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন, পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম সোহেল, জুবায়ের রনি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল প্রধান, ফখরুল, রাজিব, মোঃ শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য নুরুজ্জামান সরকার রজিব, রাব্বি হাসান, শুভ সরকার, ইফতি, আশিক আহমেদ, সজিব মিয়া, ইমরান হোসাইন সিয়াম, নুরুল ইসলাম ইবনে, মোবারক জাহিদ, তামজিদ, সাইমন মতলব ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সুমন প্রধান, ফয়সাল খান, ইকরাম হোসেন, সিয়াম সরকার, রাফসান রিদয়, সৌরভ প্রধান, হিমেল হোসাইন, ফাহিম, তামিম, ইব্রাহিম, রাহান, আশিক রহমান, ইমরান, জাহিদ, প্রকান্ত সরকার, সাইম, তানভীর জাবেদ, মেহেদীসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী।