ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২২ লাখ টাকার ‘রেসার’ কবুতর উদ্ধার করল পুলিশ

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান।

শুক্রবার দারুস সালাম থানার আওতাধীন সোসাইটি এলাকার একটি বাসা থেকে খাঁচাবন্দি এসব কবুতর উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত আটটায় তার ভাড়া বাসা তালাবন্ধ করে কাজে যান। পরেরদিন সকালে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তার কাছে থাকা ১০০ রেসার কবুতরের মধ্যে ৩২টি রেসার কবুতর নিখোঁজ দেখতে পান। তিনি ধারণা করেন অজ্ঞাত কেউ এটি চুরি করেছে। মামলার এজাহারে ৩২টি কবুতরের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, থানায় মামলার হওয়ার পর বাদীর কাছ থেকে কিছু তথ্য নেওয়া হয়। বাদী জানান, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য তার কাছে এসেছিলেন। কিন্তু তিনি কবুতর না ক্রয় করে চলে যান। সন্দেহের তীর সেখানে রেখেই লক্ষ্যের দিকে এগোনো হয়। এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরির বিষয়টি।

এরপর অভিযান চালানো হয় দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায়। উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। আর গ্রেফতার করা হয় সোহেল রানা ও হাবিবুর রহমানকে।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ